জিয়ারতের জন্য খুলে দেয়া হচ্ছে রাসুলের (সা.) রওজা

১৮ অক্টোবর থেকে জিয়ারতকারীদের জন্য মদিনা শরীফে রাসুলের (সা.) রওজা খুলে দেয়া হচ্ছে। একইসঙ্গে সেদিন থেকে আড়াই লাখ সৌদি নাগরিককে ওমরার অনুমতি দেয়া হবে।

মঙ্গলবার সৌদির হজ ও ওমরাহ বিষয়ক জাতীয় কমিটির সদস্য হানি আল-ওমাইরি এ ঘোষণা দিয়েছেন। খবর আল আরাবিয়ার।

তিনি বলেন, ১৮ অক্টোবর থেকে মদিনা শরীফের পুরোনো স্থাপনাসহ পুরো মসজিদটি সবার জন্য খুলে দেয়া হবে। এছাড়া মসজিদুল হারামে ৬০ হাজার মুসল্লি নামাজ পড়তে পারবেন।

ওমরার জন্য নিবন্ধনকারীদের অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে বলেও সৌদির হজ ও ওমরাহ বিষয়ক কমিটি জানিয়েছে।

১ নভেম্বর থেকে সৌদি আরবে অবস্থান করা এবং বাইরে থেকেও ইবাদতের উদ্দেশে সব মুসলিমকে মসজিদুল হারামে ঢুকতে দেয়া হবে। তবে আবেদন করার আগে করোনা নেগেটিভ রিপোর্ট জমা দিতে হবে।

এছাড়া পবিত্র স্থানগুলাতে প্রতিরোধমূলক ব্যবস্থা মেনে চলা,  ...বিস্তারিত

 

আর্মেনিয়ার দখল করা আজারবাইজানীয় জমি হস্তান্তর করতে হবে: তুরস্ক

আর্মেনিয়ার দখল করা আজারবাইজানীয় জমি হস্তান্তর করতে হবে: তুরস্ক

 

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আর্মেনিয়ার দখল করা আজারবাইজানীয় জমি হস্তান্তর করতে হবে। শনিবার এক টুইট বর্তায় এই হুঙ্কার দিয়েছে আজারবাইজানের পক্ষ নেওয়া এই দেশটি। এমনই তথ্য জানিয়েছে আনাদুলু এজেন্সি।

আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, মন্ত্রণালয় একটি টুইট বার্তায় জানিয়েছে, আজারবাইজান সেনাবাহিনী বীরত্বপূর্ণ যুদ্ধ করেছে এবং দখলকৃত জমিগুলো মুক্ত করে দুর্দান্ত বিজয় অর্জন করেছে। আর্মেনিয়াকে এখন জমিগুলো তাদের আসল মালিকের কাছে হস্তান্তর করতে হবে। বাকুর প্রতি আঙ্কারার সমর্থনের পুনরাবৃত্তি করে মন্ত্রণালয়টি টুইট বার্তায় আরো বলেছে,  ...বিস্তারিত

 

ধর্ষণ : ইসলামে শাস্তির বিধান ও কার্যকারিতা 

 
 
ধর্ষণ : ইসলামে শাস্তির বিধান ও কার্যকারিতা 
 
মারজান আহমদ চৌধুরী 
 
এক. 
আলকামা ইবনে ওয়ায়েল তাঁর পিতার সূত্রে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ ﷺ-এর যুগে এক মহিলা (ফজরের) নামাজে যাওয়ার পথে এক ব্যক্তির দ্বারা ধর্ষণের শিকার হন। মহিলার চিৎকারে লোকজন জড়ো হলে ওই ব্যক্তি পালিয়ে যায়। তখন মহিলা এক ব্যক্তির প্রতি ইঙ্গিত করে তাকে ধর্ষক বলে অভিযুক্ত করেন। সাহাবিরা ওই ব্যক্তিকে ধরে রাসূলুল্লাহ ﷺ-এর কাছে নিয়ে যান। রাসূলুল্লাহ ﷺ যখন রায় দেয়ার জন্য ঘটনার তদন্ত করছিলেন,  ...বিস্তারিত
 

সঠিক আকীদা-বিশ্বাস ও ইসলামী জীবানাদর্শ তুলে ধরার প্রত্যয়ে ‘তাসনীম বিডি ডট অর্গ’ এর পথচলা শুরু

 

সঠিক আকীদা-বিশ্বাস ও ইসলামী জীবানাদর্শ তুলে ধরার প্রত্যয়ে ব্যতিক্রমী ওয়েবসাইট ‘তাসনীম বিডি ডট অর্গ’ (https://tasneembd.org/) এর পথচলা শুরু হয়েছে। গতকাল ৮ অক্টোবর, বৃহস্পতিবার রাতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ওয়েবসাইটটি উদ্বোধন করেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র মুহতারাম সভাপতি হযরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সহকারী অধ্যাপক, সুপ্রিমকোর্ট মাজার মসজিদের খতীব মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী, সৎপুর দারুল হাদীস কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ছালিক আহমদ,  ...বিস্তারিত

 

ভারতীয় মুসলিমদের কি সবাই পরিত্যাগ করেছে?

 

ভারতীয় মুসলিমদের কি সবাই পরিত্যাগ করেছে?

সময় লেগেছে তিন দশক। ছিল সাড়ে আটশো সাক্ষী। দেখা হয়েছে সাত হাজারের বেশি দলিলপত্র, ছবি আর ভিডিও টেপ । এত কিছুর পর ভারতের একটি আদালত ষোড়শ শতকের একটি মসজিদ ভেঙ্গে গুঁড়িয়ে দেয়ার জন্য কাউকে দোষী বলে খুঁজে পায়নি। পবিত্র নগরী অযোধ্যায় এই মসজিদটিতে হামলা চালিয়েছিল উচ্ছৃঙ্খল হিন্দু জনতা।

এই মামলায় যে ৩২ জন জীবিত অভিযুক্ত, তাদের মধ্যে ছিলেন সাবেক উপ-প্রধানমন্ত্রী এল কে আদভানি এবং আরো অনেক সিনিয়র বিজেপি নেতা। বুধবারের রায়ে এদের সবাইকে খালাস দেয়া হয়েছে। আদালত বলেছে,  ...বিস্তারিত

 

জরুরী কিছু অ্যাপস

 

জরুরী কিছু অ্যাপস

হুসাইন আহমদ

বিজ্ঞান ও প্রযুক্তির বর্তমান যুগে ইন্টারনেট ছাত্রদের জন্য অনিষ্ট হিসাবে বিবেচনা করা হয়। তথাপিও ইন্টারনেটের সুষ্ঠু ও নিয়ন্ত্রিত ব্যবহারের মাধ্যমে নানাভাবে উপকৃত হওয়া যায়। নিম্নে কয়েকটি জরুরি অ্যাপসের লিংক ও বিবরণ দেওয়া হলো-যেগুলো আপনার জন্য উপকারী হতে পারে।

ইংরেজি থেকে বাংলা ডিকশনারি

এটি একটি অফলাইন ডিকশনারি। এই অ্যাপসের অন্যতম সুবিধা হচ্ছে- বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা দুই ভাবে কোন শব্দ অনুসন্ধান (search) করা যায়।

  • এতে একটি শব্দের বহু সমার্থবোধক শব্দের পাশাপাশি বিপরীত শব্দও পাওয়া যায়।
  • একজন ব্যবহারকারী সহজেই প্রদত্ত শব্দের উদাহরণ এবং সংজ্ঞা পেতে পারেন।
  • তাছাড়া এই অ্যাপসটিতে অটো সাজেশনস,
  •  ...বিস্তারিত
 

চীনে হাজারো মসজিদ গুঁড়িয়ে দিয়েছে চীন

শিনজিয়াং প্রদেশের হাজার হাজার মসজিদ একেবারে গুঁড়িয়ে বা ক্ষতিগ্রস্থ করে দিয়েছে চীন। শুক্রবার অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউটের (এএসপিআই) রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে।

মানাবধিকার সংস্থাগুলো বলছে, উত্তর পশ্চিমাঞ্চলীয় জিনজিয়ানের বিভিন্ন আটক কেন্দ্রে অন্তত ১০ লাখ মানুষকে আটকে রেখেছে চীনা সরকার। যাদের অধিকাংশই উইঘুর মুসলমান এবং তুর্কিভাষী বাসিন্দা। তাদের জোরপূর্বক শ্রমে বাধ্য করার পাশাপাশি নিজস্ব সংস্কৃতি এবং ধর্ম চর্চা ত্যাগে বাধ্য করা হচ্ছে বলেও বলা হয়।

এএসপিআই’র প্রতিবেদনে বলা হয়, অন্তত ১৬ হাজার মসজিদ গুঁড়িয়ে দিয়েছে চীন। স্যাটেলাইটে পাওয়া মসিজিদের ধ্বংসাবশেষের ছবি,  ...বিস্তারিত

 

জাতিসংঘে কাশ্মীর ইস্যুতে জ্বালাময়ী ভাষণ দিয়েছেন এরদোয়ান

মঙ্গলবার সাধারণ পরিষদের অধিবেশনে তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে হলে কাশ্মীর সঙ্কটের সমাধান করতে হবে। এটি এখনও একটি জ্বলন্ত সমস্যা। জাতিসংঘের প্রস্তাব ও কাশ্মীরের মানুষের প্রত্যাশা মেনে এই সঙ্কটের সমাধান করতে বলেন তুরস্কের প্রেসিডেন্ট।

জাতিসংঘের ৭৫তম সাধারণ অধিবেশনে মঙ্গলবার ভার্চুয়াল মাধ্যমে দেয়া ভাষণে এরদোগান বলেন, কাশ্মীর ইস্যু দক্ষিণ এশিয়ার শান্তির ‘মূল চাবিকাঠি’। এটি এখনো তাৎপর্যপূর্ণ একটি বিষয়। জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলুপ্তির পর যেসব পদক্ষেপ নেয়া হয়েছে তা এ সঙ্কটকে আরও জটিল করবে।

এরদোয়ান বলেন,তুরস্ক জাতিসংঘের বিধি এবং কাশ্মীরের জনগণের চাওয়া অনুযায়ী আলোচনার মাধ্যমে এই সঙ্কটের সমাধানের পক্ষে।

গত এক বছর ধরে পাকিস্তানের বন্ধু দেশ তুরস্ক আন্তর্জাতিক মঞ্চে কাশ্মীর প্রসঙ্গ তুলছে। বিষয়টিকে ভালো চোখে দেখছে না ভারত। সপ্তাহখানেক আগেই তুরস্ক,  ...বিস্তারিত

 

মাইকে আজানের মামলায় জার্মানিতে মুসলিমদের জয়

জার্মানির ওয়ের-এরকেন্সউইক শহরের মুসলিম বাসিন্দারা পাঁচ বছর ধরে মামলা লড়ে অবশেষে মাইকে আজান দেয়ার অধিকার ফিরে পেয়েছেন।

জার্মানির একটি আদালত বুধবার স্থানীয়দের দায়ের করা এ সংক্রান্ত মামলাটি খারিজ করে দিয়েছেন। 

জার্মানির উত্তর রাইন-ওয়েস্টফালিয়া অঙ্গরাজ্যের এই শহরের মুসলিম জনগোষ্ঠীটি মূলত তুর্কি বংশোদ্ভূত।

২০১৫ সালে দিতিব নামের জনগোষ্ঠীটির বিরুদ্ধে মাইকে আজান দেয়ার মাধ্যমে অন্যদের ধর্মীয় স্বাধীনতা হরণের অভিযোগ আনা হয়। শহরটির কর্তৃপক্ষ দিতিব জনগোষ্ঠীকে দুপুরের আগে মসজিদের মাইক ব্যবহারের অনুমতি দিয়ে রেখেছিল।

তবে একটি মসজিদ থেকে মাত্র ৯০০ মিটার দূরে বসবাসকারী এক দম্পতি শহর কর্তৃপক্ষের ওই অনুমোদনের বিরুদ্ধে মামলা করে।

তাদের অভিযোগ ছিল– আজানের শব্দের কারণে তাদের ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ন হচ্ছে। ওই মামলার পর থেকেই শহরটিতে আজান দেয়া বন্ধ হয়ে যায়।

তবে বুধবার ওই দম্পতির যুক্তি খারিজ করে দেন মুয়েন্সটার শহরের আদালত। ফলে শহরটিতে আবারও আজান দেয়ার অধিকার ফিরে পেয়েছেন মুসলিমরা।

আদালতের রায়ে বলা হয়েছে,  ...বিস্তারিত

 

আল্লামা শফীর দাফন সম্পন্ন

হেফাজত ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফীকে শনিবার চট্টগ্রামের হাটহাজারী মাদরাসা হিসেবে পরিচিত আল-জামিয়াতুল তাহলিমা দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসা প্রাঙ্গণের কবরস্থানে দাফন করা হয়েছে।

এর আগে বাদ জোহর হাজারো ভক্ত-অনুসারী ও হেফাজতের কর্মী-সমর্থকদের অংশগ্রহণের মধ্য দিয়ে আল্লামা শফীর জানাজা সম্পন্ন হয়। এতে ইমামতি করেন তার বড় ছেলে মাওলানা মোহাম্মদ ইউসুফ মাদানী।

আল্লামা শফীর জানাজায় অংশ নিতে এবং তাকে শেষবারের মতো দেখতে লাখো মানুষের ঢল নামে হাটহাজারী এলাকায়। তারা শুক্রবার রাত থেকে দেশের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসতে থাকেন।

জানাজা শেষে মাদরাসা প্রাঙ্গণে বায়তুল আতিক জামে মসজিদের সামনের কবরস্থানে আল্লামা শফীকে দাফন করা হয়।

জানাজায় দেশের শীর্ষস্থানীয় আলেমগণ উপস্থিত ছিলেন।

মাদরাসার ভেতরে জায়গার সংকুলান না হওয়ায় ভিড়ের কারণে লাশ বহনকারী কফিন মাদরাসা মাঠ থেকে স্থানীয় ডাকবাংলোতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই জানাজা পরিচালিত হয়।

এর আগে,  ...বিস্তারিত

 
  • জনপ্রিয়
  • সাম্প্রতিক

নির্বাচিত

Don`t copy text!