প্রায় লোকের মুখে শুনতে পাই যে, খাবার সময় যদি কোন লোক কারো ঘরে আসে, তাহলে সে নাকি দুশমন হিসেবে পরিগণিত হয়। এ সময়ে দরজায় ফকীর আসলে তাকে নাকি ভিক্ষা দেয়া যায় না। ইহা কতটুকু সত্য? জানতে চাই।

উত্তরঃ আমাদের সমাজ ব্যবস্থায় অনেক ধরনের কু-সংস্কার বিদ্যমান, যার ভিত্তি কুরআন হাদীস দ্বারা সমর্থি ত নয়। লোক মুখে যা বহুকাল থেকে প্রচলিত। এরকমই একটি কু-সংস্কার হলো, খাবার সময় কোনা আগতজনকে দুশমন ধরে নেয়া। ইসলামী শরীয়তের দৃষ্টিতে উপরে বর্ণিত কথাগুলোর কোন ভিত্তি নেই। এটি ভ্রান্ত ধারণা প্রসূত ভিত্তিহীন কথা। এমন ধারণা সর্বদা পরিত্যাজ্য।  ...বিস্তারিত

 

(১০৫৫) নামাজের মধ্যে কোনো ফরয ছুটে গেলে করণীয় কী?

প্রশ্নঃ নামাজের মধ্যে কোনো ফরয ছুটে গেলে করণীয় কী? 

উত্তরঃ নামাজের মধ্যে কোনো একটি ফরজ তরক হলে নামায হবে না। পুনরায় পড়তে হবে (হেদায়া-১/৯৭) ।
কোন ফরয ভুলবশতঃ একাধকিবার আদায় করলে সাহু সিজদা দিতে হব (নাজমুল ফাতাওয়া ২/৪৫৪)।  ...বিস্তারিত

 

(1054) প্রশ্নঃ ইশার পর হালকি নফল দুই রাকআত নামায বসে পড়লে সওয়াব বেশী নাকি দাড়িয়ে পড়লে?

উত্তর: ইশার পর হালকি নফল দু’রাকআত নামায বসে আদায় করাতে অধিক সওয়াব পাওয়া যায়। যেহেতু এর মধ্যে সুন্নাতের পূর্ণ অনুসরণ রয়েছে।

হযরত আয়েশা রাদ্বি. থেকে বর্ণিত-
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْها أن النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كان يُصَلِّي رَكْعَتَيْنِ بعْدَ الْوِتْرْ وَهُوَ جَالِسٌ 
তিনি বলেন, রাসূলুল্লাহ সাঃ বিতিরের পর বসে বসে দুই রা’কাত নামায পড়েছেন।(সহীহ মুসলিম-৭৩৮)  ...বিস্তারিত

 
  • জনপ্রিয়
  • সাম্প্রতিক

নির্বাচিত

Don`t copy text!