রাসূলুল্লাহ (সা.)-এর মুবারক শরীরের পরশ : অনন্য সৌভাগ্যের কারণ

মূল: হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)
অনুবাদ: মাওলানা মুহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী

রাসূলুল্লাহ (সা.) এর মুবারক শরীরের পরশে যে কল্যাণ অর্জন হয় এ ব্যাপারে সার কথা হলো, যেই বস্তু রাসূলুল্লাহ (সা.)-এর শরীর মুবারক স্পর্শ করেছে সেই বস্তুর উপর দুযখের আগুন হারাম হয়ে যায়। এ সত্যের অনুকূলে দু’একটা দলীল পেশ করা হলো।
.
সাওয়াদ ইবনু আমর আনসারী (রা.)
বদরের যুদ্ধে যখন যোদ্ধাদেরকে সারিবদ্ধ করা হচ্ছিল তখন হযরত সাওয়াদ ইবনু আমর আনসারী (রা.) যুদ্ধে শাহাদাত বরণ করার আকাঙ্ক্ষায় সারি থেকে একটু এগিয়ে গিয়েছিলেন। রাসূলুল্লাহ (সা.) এক খন্ড কাঠ দ্বারা ধাক্কা দিয়ে তাঁকে পিছনে সরিয়ে দিয়েছিলেন। তিনি সাহাবায়ে কিরামদের মধ্যে বেশি কৌতুক প্রিয় ছিলেন। এ ধাক্কা খাওয়ার পর তিনি বলতে লাগলেন-ইয়া রাসূলাল্লাহ (সা.),  ...বিস্তারিত

 
  • জনপ্রিয়
  • সাম্প্রতিক

নির্বাচিত

Don`t copy text!