প্রশ্ন (১০৫৭): ইমাম মাহদী কে? ইমাম মাহদীর আত্মপ্রকাশ সম্পর্কে জানতে চাই?

 

উত্তরঃ নির্ভরযোগ্য বহু হাদীস শরীফের ভাষ্য অনুযায়ী ইমাম মাহদী (আ.) কিয়ামতের সকল ছোট আলামত প্রকাশিত হওয়ার পর মানব জাতির ঈমান আক্বীদার ক্রান্তিলগ্নে হিদায়াতের প্রতীক হিসাবে সর্বশেষ ধর্ম সংস্কারক তথা মুজাদ্দিদে দীন রূপে আগমনুুুু করবেন এবং তিনি হযরত ফাতিমা (রা.) এর বংশীয় হবেন। তার আসল নাম হবে মুহাম্মদ। তার পিতার নাম হবে আব্দুল্লাহ্। কিয়ামতের বড় আলামতসমূহ তার আগমনের পর থেকে প্রকাশ হতে শুরু করবে। দাজ্জালকে তিনি হত্যা করবেন। তার জীবদ্দশায় হযরত ঈসা (আ.) শেষ নবীর উম্মত হয়ে পুনরায় পৃথিবীতে আসবেন এবং দাজ্জাল হত্যায় তাকে সহায়তা করবেন। ইমাম মাহদী দীনের রক্ষণাবেক্ষণকারী হবেন। ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবেন। হযরত ঈসা (আ.) ইমাম মাহদীকে ইমাম নিযুক্ত করবেন। ইমাম মাহদীর আত্মপ্রকাশ সম্পর্কে বিভিন্ন ধরনের রিওয়ায়াত পাওয়া যায়। কোন রিওয়ায়াতে পাশ্চাত্য দেশ থেকে তার আত্মপ্রকাশের কথা বলা হয়েছে। আবার কোন রিওয়ায়াতে তার আত্ম প্রকাশ খুরাসান থেকে হবে বলে উল্লেখ করা হয়েছে। তার আগমণের প্রাক্কালে পৃথিবী অত্যাচার, উৎপীড়নে পরিপূর্ণ থাকবে। শিরক ও কুফরের আধিক্য ও ছড়াছড়ি পৃথিবীব্যাপী চলবে। যে ব্যক্তি আল্লাহ্ আল্লাহ্ বলবে তাকে হত্যা করা হবে। অতঃপর তার আগমনে পৃথিবীতে পুনরায় কল্পনাতীতভাবে শান্তি ফিরে আসবে। ন্যায় ইনসাফ কায়েম হবে। মানুষ সুখে-শান্তিতে বসবাস করবে। (আবু দাউদ, ইবনে মাজা, মেশকাত, তা’রিখে ইবনে খালদুন, ইসলামী বিশ্বকোষ)

শেয়ার করুন:
  • জনপ্রিয়
  • সাম্প্রতিক

নির্বাচিত

Don`t copy text!