উত্তরঃ আমাদের সমাজ ব্যবস্থায় অনেক ধরনের কু-সংস্কার বিদ্যমান, যার ভিত্তি কুরআন হাদীস দ্বারা সমর্থি ত নয়। লোক মুখে যা বহুকাল থেকে প্রচলিত। এরকমই একটি কু-সংস্কার হলো, খাবার সময় কোনা আগতজনকে দুশমন ধরে নেয়া। ইসলামী শরীয়তের দৃষ্টিতে উপরে বর্ণিত কথাগুলোর কোন ভিত্তি নেই। এটি ভ্রান্ত ধারণা প্রসূত ভিত্তিহীন কথা। এমন ধারণা সর্বদা পরিত্যাজ্য।
প্রায় লোকের মুখে শুনতে পাই যে, খাবার সময় যদি কোন লোক কারো ঘরে আসে, তাহলে সে নাকি দুশমন হিসেবে পরিগণিত হয়। এ সময়ে দরজায় ফকীর আসলে তাকে নাকি ভিক্ষা দেয়া যায় না। ইহা কতটুকু সত্য? জানতে চাই।
