প্রায় লোকের মুখে শুনতে পাই যে, খাবার সময় যদি কোন লোক কারো ঘরে আসে, তাহলে সে নাকি দুশমন হিসেবে পরিগণিত হয়। এ সময়ে দরজায় ফকীর আসলে তাকে নাকি ভিক্ষা দেয়া যায় না। ইহা কতটুকু সত্য? জানতে চাই।

উত্তরঃ আমাদের সমাজ ব্যবস্থায় অনেক ধরনের কু-সংস্কার বিদ্যমান, যার ভিত্তি কুরআন হাদীস দ্বারা সমর্থি ত নয়। লোক মুখে যা বহুকাল থেকে প্রচলিত। এরকমই একটি কু-সংস্কার হলো, খাবার সময় কোনা আগতজনকে দুশমন ধরে নেয়া। ইসলামী শরীয়তের দৃষ্টিতে উপরে বর্ণিত কথাগুলোর কোন ভিত্তি নেই। এটি ভ্রান্ত ধারণা প্রসূত ভিত্তিহীন কথা। এমন ধারণা সর্বদা পরিত্যাজ্য।

শেয়ার করুন:
  • জনপ্রিয়
  • সাম্প্রতিক

নির্বাচিত

Don`t copy text!