উত্তর: মহিষ ত্রিশটির কম হলে যাকাত ফরয হয় না। উপরে বর্ণিত অবস্থায় মহিষের সংখ্যা চারটি। তাই যাকাত ফরয নয় (ফিকহের যাবতীয় কিতাব দ্রষ্টব্য)।
জবাব দিচ্ছেন : মাওলানা আবূ নছর মুহাম্মদ কুতুবুজ্জামান -প্রিন্সিপাল, আল ইসলাহ ইসলামিক সেন্টার, মিশিগান, যুক্তরাষ্ট্র।