প্রশ্ন: (1007) আমার আব্বার চারটি মহিষ আছে। প্রতিটি মহিষের মূল্য বিশ হাজার টাকা। এমতাবস্থায় কি মহিষের যাকাত দিতে হবে? আর যাকাত দিতে হলে কি পরিমাণ দিতে হবে ?

উত্তর: মহিষ ত্রিশটির কম হলে যাকাত ফরয হয় না। উপরে বর্ণিত অবস্থায় মহিষের সংখ্যা চারটি। তাই যাকাত ফরয নয় (ফিকহের যাবতীয় কিতাব দ্রষ্টব্য)।

জবাব দিচ্ছেন : মাওলানা আবূ নছর মুহাম্মদ কুতুবুজ্জামান -প্রিন্সিপাল, আল ইসলাহ ইসলামিক সেন্টার, মিশিগান, যুক্তরাষ্ট্র।

শেয়ার করুন:
  • জনপ্রিয়
  • সাম্প্রতিক

নির্বাচিত

Don`t copy text!