(1042) প্রশ্ন: আমি অনেকের নিকট থেকে শুনেছি হযরত রাসূলুল্লাহ (সা.) মা হযরত আমিনার পেটের ডান পাশ্ব দিয়ে অলৌকিকভাবে ভ‚মিষ্ট হয়েছেন। বিষয়টি কতটুকু সত্য জানতে চাই।

উত্তর: নির্ভরযোগ্য দলীলের মাধ্যমে বিষয়টি প্রমাণিত নয়।

জবাব দিচ্ছেন : মাওলানা আবূ নছর মুহাম্মদ কুতুবুজ্জামান -প্রিন্সিপাল, আল ইসলাহ ইসলামিক সেন্টার, মিশিগান, যুক্তরাষ্ট্র।

শেয়ার করুন:
  • জনপ্রিয়
  • সাম্প্রতিক

নির্বাচিত

Don`t copy text!