উত্তর: আর্থিক অস্বচ্ছলতার কারণে যদি কেউ এ আশঙ্কা করে যে বিবাহ করলে সে স্ত্রীর হক আদায় করতে পারবে না। আর এ কারণে সে সাময়িকভাবে বিবাহ থেকে বিরত থাকে শরীআতের দৃষ্টিতে তার কোন গুনাহ হবে না। তবে এমতাবস্থায় তার জন্যে সতর্কতার বিষয় হচ্ছে চারিত্রিক পবিত্রতা রক্ষা করে চলা। এমন ব্যক্তি পবিত্র জীবন-যাপনসহ আল্লাহর উপর পূর্ণভরসা রেখে সামর্থ সংগ্রহের প্রচেষ্টায় লিপ্ত থাকবে এবং আল্লাহর কাছে তাওফীক কামনা করবে। আল্লাহ তা‘আলা এমন ব্যক্তিকে স্বীয় অনুগ্রহে স্বচ্ছলতা প্রদানের আশ্বাস দিয়েছেন (সূরা নূর, আয়াত : ৩৩)। সহীহ বুখারী ও মুসলিমে উল্লেখিত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) সূত্রে বর্ণিত একখানা হাদীসে এসেছে চারিত্রিক কলুষতা থেকে বেঁচে থাকার জন্য আর্থিকভাবে অসমর্থ ব্যক্তি নফল রোযা রাখবে। ফলে তার প্রবৃত্তি অবদমিত হবে। (মিশকাত, পৃ.২৬৭)
জবাব দিচ্ছেন : মাওলানা আবূ নছর মুহাম্মদ কুতুবুজ্জামান -প্রিন্সিপাল, আল ইসলাহ ইসলামিক সেন্টার, মিশিগান, যুক্তরাষ্ট্র।