(1037) প্রশ্ন: কুরআন মজীদের কোন কোন সূরার শেষে তাসবীহ পাঠের যে বিধান রয়েছে যথা লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ইত্যাদি উক্ত তাসবীহ খতম তারাবীহ নামাযে হাফিয সাহেবগণ পড়লে কোন অসুবিধা আছে কি?

উত্তর : হানাফী মাযহাবের সিদ্ধান্ত অনুযায়ী এ সকল তাসবীহ কেবল নামাযের বাইরে কুরআনে মজীদ তিলাওয়াতকালে পড়ার হুকুম সাব্যস্ত। সুতরাং এগুলো নামাযের ভিতরে তথা খতম তারাবীহ নামাযে পড়া বৈধ নয় (মিরকাত দ্রঃ)।

জবাব দিচ্ছেন : মাওলানা আবূ নছর মুহাম্মদ কুতুবুজ্জামান -প্রিন্সিপাল, আল ইসলাহ ইসলামিক সেন্টার, মিশিগান, যুক্তরাষ্ট্র।

শেয়ার করুন:
  • জনপ্রিয়
  • সাম্প্রতিক

নির্বাচিত

Don`t copy text!