উত্তর : হানাফী মাযহাবের সিদ্ধান্ত অনুযায়ী এ সকল তাসবীহ কেবল নামাযের বাইরে কুরআনে মজীদ তিলাওয়াতকালে পড়ার হুকুম সাব্যস্ত। সুতরাং এগুলো নামাযের ভিতরে তথা খতম তারাবীহ নামাযে পড়া বৈধ নয় (মিরকাত দ্রঃ)।
জবাব দিচ্ছেন : মাওলানা আবূ নছর মুহাম্মদ কুতুবুজ্জামান -প্রিন্সিপাল, আল ইসলাহ ইসলামিক সেন্টার, মিশিগান, যুক্তরাষ্ট্র।