উত্তর : হ্যাঁ, উক্ত মাওলানা সাহেবের কথিত মাসআলা ফিকহের বহু কিতাবে উক্ত মাসআলার বিবরণে বর্ণিত হয়েছে যে, সুবহে সাদিকের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত ফজরের সুন্নাত দুরাক’আত ব্যতীত অন্য কোন সুন্নাত কিংবা নফল নামায পড়া যাবে না। আর হাদীস শরীফেও এরূপ বর্ণিত হয়েছে। সুতরাং এ সময়ে তাহিয়্যাতুল ওযু ও বৈধ হবে না (দুররুল মুখতার হাদিয়া রদ্দুল মুহতার, ১ম খন্ড, পৃ-৩৪৯)।
জবাব দিচ্ছেন : মাওলানা আবূ নছর মুহাম্মদ কুতুবুজ্জামান -প্রিন্সিপাল, আল ইসলাহ ইসলামিক সেন্টার, মিশিগান, যুক্তরাষ্ট্র।