মহানবী ﷺ এর অনুপম বৈশিষ্ট্য (ধারাবাহিক-৮ম পর্ব)

 

পূর্ব প্রকাশিতের পর

৭১.   তিনি ﷺ হেলান দিয়ে খাবার খেতেন না। [আহমদ]

৭২.   তিনি ﷺ খাবারের উপরিভাগ থেকে খাবার গ্রহণ করাকে অপছন্দ করতেন। [ফায়দুল কাদীর]

৭৩.   তিনি ﷺ এক সা’ পানি দ্বারা গোসল করতেন এবং এক মুদ পানি দ্বারা ওযূ করতেন। [বুখারী-মুসলিম]

৭৪.   তিনি ﷺ কদু পছন্দ করতেন। [তিরমিযী]

৭৫.   তিনি ﷺ মাখন ও খেজুর পছন্দ করতেন। [আবূ দাঊদ]

৭৬.   তিনি ﷺ জুম‘আর দিনে ওয়ায দীর্ঘ করতেন না। [আবূ দাঊদ]

৭৭.   তিনি ﷺ নিজের মুবারক হাত দ্বারা স্বীয় কুরবানীর পশু যবেহ করতেন। [বুখারী, মুসলিম]

৭৮.   তাঁর ﷺ বিছানা ছিলো চামড়ার তৈরি এবং তার ভেতরে ছিল খেজুরের ছাল। [বুখারী]

৭৯.   তিনি ﷺ অল্প শব্দে বেশি কথা বলার ক্ষমতা নিয়ে প্রেরিত হয়েছিলেন। [বুখারী]

৮০.  তিনি ﷺ আগামী দিনের জন্যে কোনো কিছু সংরক্ষণ করতেন না। [ইবন হিব্বান]

… (চলবে)

শেয়ার করুন:
  • জনপ্রিয়
  • সাম্প্রতিক

নির্বাচিত

Don`t copy text!