মহানবী ﷺ এর অনুপম বৈশিষ্ট্য (ধারাবাহিক- শেষ পর্ব)
৯১. মহানবী ﷺ সফর থেকে ফিরে আসলে বলতেন-
آيِبُ”نَ ذائِبُ”نَ عَابِدُ”نَ لِرَبنَا —امِدُ”نَ.
অর্থ: আমরা আমাদের রবের নিকট প্রত্যাবর্তনকারী, তাওবাকারী, তাঁর ইবাদতকারী ও রবের প্রশংসাকারী। [আহমদ]
৯২. তিনি ﷺ প্রায়ই এ আয়াত দিয়ে দু‘আ করতেন-
رَبنَا آذنَا فِي الدنْيَا —سَنَةً “فِي الْآخِرَةِ —سَنَةً “قِنَا عَذابَ النارِ.
-হে আল্লাহ! দুনিয়াতে আমাদেরকে কল্যাণ দান কর”ন এবং আখেরাতেও কল্যাণ দান কর”ন আর জাহান্নামের শাস্তি থেকে
আমাদেরকে রক্ষা করেছেন। [বুখারী]
৯৩. তিনি ﷺ হুনাইনের যুদ্ধের সময় দু‘আ করেছিলেন-
اللهُم بِكَ أُ—ا”لُ ، “بِكَ أُصَا”لُ ، “بِكَ أُقَاذلُ.
-হে আল্লাহ! আমি তোমার মাধ্যমেই চেষ্টা করি, পরাজিত করি এবং যুদ্ধ করি। [ইবন মাজাহ]
৯৪. তিনি ﷺ দু‘আ করতেন-
اللهُم إِني أَعُ”ذ بِكَ مِنْ الْجُ”عِ فَإِنهُ بِئْسَ الضجِيعُ “أَعُ”ذ بِكَ مِنْ الْخِيَانَةِ فَإِنهَا بِئْسَذ الْبِطَانَةُ.
-ক্ষুধা থেকে তোমার কাছে আশ্রয় চাইছি, কেননা তা হচ্ছে সবচেয়ে মন্দ সঙ্গী। আর তোমার কাছে খেয়ানত থেকেও আশ্রয়
চাইছি, কেননা এটা নিকৃষ্ট পেটুকতা। [নাসাঈ]
৯৫. তিনি ﷺ এই বলে দু‘আ করতেন-
اللهُم إِني أَعُ”ذ بِكَ مِنَ الْهَم “الْ—زَنِ، “الْعَجْزِ “الْكَسَلِ، “الْبُخْلِ “الْجُبْنِ ، “ضَلَعِ الديْنِ، “غَلَبَةِ الرجَالِ.
হে আল্লাহ! নিশ্চয়ই আমি আপনার কাছে আশ্রয় চাই-দুশ্চিন্তা, পেরেশানী, অক্ষমতা, অলসতা, কাপুরুষতা, কৃপণতা, ঋণভার ও
মানুষের প্রভাবাধীন হওয়া থেকে। [বুখারী]
৯৬. তিনি ﷺ এই বলে দু‘আ করতেন-
للهُم إِني أَعُ”ذ بِكَ مِنْ قَلْبٍ لاَ يَخْشَعُ، “مِنْ دُعَاءٍ لاَ يُسْمَعُ، “مِنْ نَفْسٍ لاَ ذشْبَعُ، “مِنْ عِلْمٍ لاَ يَنْفَعُ، أَعُ”ذ بِكَ مِنْ هَؤُلاَءِ الأَرْبَعِ.
-হে আল্লাহ! আমি আপনার কাছে এমন হৃদয় থেকে পানাহ চাই, যে হৃদয় আপনার ভয়ে বিগলিত হয় না, এমন দু‘আ থেকে যা
কবূল হয় না, এমন আত্মা থেকে যে আত্মা কখনো তৃপ্ত হয় না, এমন জ্ঞান থেকে যা দ্বারা কোনো উপকার হয় না। হে আল্লাহ!
আমি এই চারটি বিষয় থেকেই আপনার কাছে পানাহ চাই। [তিরমিযী]
৯৭. তিনি ﷺ যখন ইফতার করতেন তখন বলতেন-
اللهُم لَكَ صُمْذ “عَلَى رِزْقِكَ أَفْطَرْذ.
অর্থ : হে আল্লাহ! আমি আপনার জন্যই রোযা রেখেছি এবং আপনার প্রদত্ত রিযিক দ্বারা ইফতার করছি। [আবূ দাঊদ]
৯৮. তিনি ﷺ যখন মসজিদে প্রবেশ করতেন তখন বলতেন-
أَعُ”ذ بِاللهِ الْعَظِيمِ “بِ”جْهِهِ الْكَرِيمِ “سُلْطَانِهِ الْقَدِيمِ مِنَ الشيْطَانِ الرجِيمِ.
অর্থ : আমি বিতাড়িত শয়তানের হাত থেকে মহত্তের অধিকারী আল্লাহ, তাঁর মহান সত্ত্বা শাশ্বত রাজত্বের আশ্রয় প্রার্থনা
করছি। (আবূ-দাঊদ)
৯৯. তিনি ﷺ বেশি বেশি (এই দু‘আ) বলতেন,-
يَا مُقَلبَ الْقُلُ”بِ ، ثَبذ قَلْبِي عَلَى دِينِك.
অর্থ : হে অন্তরসমূহের পরিবর্তনকারী! আমার অন্তরকে আপনার দ্বীনের উপর স্থির রাখুন। (তিরমিযী)
১০০. কোনো মজলিস থেকে উঠার সময় তিনি ﷺ এই দু‘আ বলতেন-
سُبْ—انَكَ اللهُم “بِ—مْدِكَ، أَشْهَدُ أَنْ لا إِلَهَ إِلا أَنْذ، أَسْذغْفِرُكَ “أَذ”بُ إِلَيْكَ.
অর্থ: হে আল্লাহ! আপনার পবিত্রতা বর্ণনা ও প্রশংসা করছি। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই। আমি
আপনার নিকট ক্ষমা প্রার্থনা ও তাওবা করছি।
১০১. মহানবী ﷺ বৃষ্টি দেখলে দু‘আ করতেন-
اللهُم صَيبًا نَافِعًا.
অর্থ : হে আল্লাহ! (এ বৃষ্টিকে) অনেক বর্ষণকারী এবং কল্যাণকর বানিয়ে দাও। [বুখারী]
-সমাপ্ত-