১. প্রিয় নবী ﷺ মানুষের মধ্যে সবচেয়ে সুন্দর, সবচেয়ে দানশীল এবং সবচেয়ে বীরপুরুষ ছিলেন। [বুখারী-মুসলিম]
২. প্রিয় নবী ﷺ এর দাড়ি মুবারক ঘন ছিলো। [তিরমিযী]
৩. তাঁর ﷺঘাম ছিল মুক্তোর ন্যায় এবং ঘামের সুগন্ধ ছিল মিশকের ন্যায়। (ইবন সা’দ)
৪. তিনি ﷺ ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে সুন্দর রঙের অধিকারী। (আল বিদায়া ওয়ান নিহায়া)
৫. তিনি ﷺ যখন কোনো কিছু অপছন্দ করতেন, তাঁর চেহারায় তা ফুটে উঠত। [বুখারী, আহমদ]
৬. তিনি ﷺ সবসময় আল্লাহর যিকির করতেন। [তিরমিযী]
৭. তিনি ﷺ পূর্ণতা সহকারে সব থেকে বেশি নামায সংক্ষেপকারী ছিলেন। [তিরমিযী শরীফ]
৮. তিনি ﷺ ঘুমাতে ইচ্ছে করলে নামাযের ওযূর ন্যায় ওযূ করতেন, অতঃপর বিছানায় যেতেন। [আহমদ]
৯. তিনি ﷺ সিজদার সময় নাক ও চেহারাকে যমীনে লাগিয়ে রাখতেন। দু’হাতকে শরীরের দু’পাশ থেকে পৃথক রাখতেন এবং দুই তালুকে তাঁর দুই কাঁধ বরাবর রাখতেন। [তিরমিযী]
১০. ফজর সমাগত হলে তিনি ﷺ তখন দু’রাকাআত [সুন্নত] নামায আদায় করতেন। [মুসলিম]
… (চলবে)