মহানবী ﷺ এর অনুপম বৈশিষ্ট্য (ধারাবাহিক- ২য় পর্ব)

 

…পূর্ব প্রকাশিতের পর

১১.   তিনি ﷺ কোথাও সফরে গেলে বাড়িতে ফিরে আসা পর্যন্ত কসর হিসেবে নামায (৪ রাকাআতের স্থলে) দু’রাকাআতই পড়তেন। [আহমদ]

১২.   তিনি ﷺ মসজিদে কুবায় সওয়ারীতে ও পায়ে হেঁটে আসতেন এবং দু’রাকাত নামায পড়তেন। [মুসলিম]

১৩.   তিনি ﷺ ইহরাম বাঁধার ইচ্ছা করলে সুগন্ধি লাগাতেন, তখন তাঁর চুল ও দাড়ি থেকে সুগন্ধি বের হত। [নাসাঈ]

১৪. আয়্যামে বীদ্ব [চন্দ্র মাসের তের, চৌদ্দ ও পনের তারিখ] এর দিনগুলোতে রাসূল ﷺ সর্বদা রোযা রাখতেন। এমনকি সফরকালে কিংবা মুকীম থাকা অবস্থায়ও। [নাসাঈ]

১৫.   তিনি ﷺ ফজরের নামাযে ৬০-১০০ আয়াত তিলাওয়াত করতেন। [মুসলিম]

১৬.   তিনি ﷺ অল্পদিন ব্যতীত পুরো শা’বান মাস রোযা রাখতেন।          [নাসাঈ]

১৭.  তিনি ﷺ ঈদুল ফিতরের নামাযের পূর্বে ‘সদকাতুল ফিতর’ আদায় করতে নির্দেশ দিতেন। [বুখারী, মুসলিম]

১৮.  তিনি ﷺ জামাআতে নামায আদায়কালে সবচেয়ে সংক্ষেপকারী এবং একাকী নামায আদায়কালে সব থেকে দীর্ঘ নামায আদায়কারী ছিলেন। [আহমদ]

১৯.   তিনি ﷺ কোনো কঠিন বিষয়ের সম্মুখীন হলে (নফল) নামায পড়তেন। [আহমদ]

২০.   ওযূ করার সময় তিনি ﷺ পানি দ্বারা দাড়ি খেলাল করতেন। [আহমদ]

… (চলবে)

শেয়ার করুন:
  • জনপ্রিয়
  • সাম্প্রতিক

নির্বাচিত

Don`t copy text!