মহানবী ﷺ এর অনুপম বৈশিষ্ট্য (ধারাবাহিক- ৩য় পর্ব)

…পূর্ব প্রকাশিতের পর

২২.  মহানবী ﷺ এর নিকট অধিক প্রিয় আমল ছিল এমন আমল যা সর্বদা করা হয়, যদিও তা অল্প হয়। [বুখারী, মুসলিম]

২৩.   রামাদ্বান মাসের শেষ দশ দিন মহানবী ﷺ রাত্রিজাগরণ করতেন, তাঁর পরিবারকেও জাগিয়ে দিতেন এবং অক্লান্তভাবে ইবাদত-বন্দেগী করতেন এবং কোমর বেঁধে নিতেন (স্ত্রীগণ থেকে দূরে থাকতেন)। [মুসলিম]

২৪.   রাসূল ﷺ যখন রাতের বেলা তাহাজ্জুদ নামাযে দাঁড়াতেন, তখন তিনি মেসওয়াক দ্বারা দাঁত পরিষ্কার করতেন। [বুখারী]

২৫.   তিনি ﷺ যখন ই’তিকাফ করতেন তখন তাঁর জন্য বিছানা পাতা হতো অথবা খাঁটিয়া স্থাপন করা হতো (মসজিদে নববীর) তওবার খুঁটির পিছনে। [ইবন মাজাহ]

২৬.   তিনি ﷺ প্রতি মুহূর্ত আল্লাহর যিক্র করতেন। [তিরমিযী]

২৭.   তিনি ﷺ দ্বোহা (চাশ্তের) নামায (কমপক্ষে) ৪ রাকাআত পড়তেন, কখনও কখনও আল্লাহর ইচ্ছায় আরো বেশি পড়তেন। [মুসলিম]

২৮.   নবী হযরত মুহাম্মদ ﷺ ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। [মুসলিম]

২৯.   আল কুরআনই রাসূল ﷺ এর চরিত্র। [আহমদ]

৩০.   যখন তিনি ﷺ নাকে পানি দিতেন নাকের নরম অংশে পানি পৌঁছাতেন। [আহমদ]

… (চলবে)

শেয়ার করুন:
  • জনপ্রিয়
  • সাম্প্রতিক

নির্বাচিত

Don`t copy text!