বই পরিচিতি
মুন্তাখাবুস সিয়র
[সীরাতে রাসূল সা.]
লেখক: আল্লামা মোহাম্মদ আবদুল লতিফ চৌধুরী ফুলতলী ছাহেব কিবলাহ (র.)
অনুবাদ ও সম্পাদনা: মুহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী
প্রকাশনায় : পরওয়ানা পাবলিকেশন্স, ফুলতলী ভবন, ১৯/এ, নয়াপল্টন, ঢাকা-১০০০
প্রকাশকাল : ফেব্রæয়ারি ২০০৫ ইং
হুব্বে রাসূল তথা রাসূলে পাক (সা.)-এর ভালোবাসাকে পুঁজি করে রচিত অনবদ্য সীরাতগ্রন্থ “মুনতাখাবুস সিয়র”। যামানার মুজাদ্দিদ শামসুল উলামা হযরত আল্লামা মোহাম্মদ আবদুল লতিফ চৌধুরী ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এটি রচনা করেছেন। ইতিহাসের রীতি অনুসারে এ কিতাব লেখার ইচ্ছা ছিল তাঁর। কিন্তু স্বপ্নে রাসূলে পাক (সা.)-এর ইশারায় সীরাতের পদ্ধতি অবলম্বন করেছেন। এ গ্রন্থ অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে রচিত। ফযীলতের ক্ষেত্রে যঈফ বা দুর্বল হাদীস গ্রহণযোগ্য হওয়া সত্তে¡ও এ গ্রন্থে দুর্বল হাদীস সংকলনে লেখক সতর্কতা অবলম্বন করেছেন। অধিকাংশ ক্ষেত্রে ইবনে খালদুনের নিয়মাবলীকে প্রাধান্য দিয়েছেন। বিভিন্ন বর্ণনার মধ্যে অত্যন্ত সুন্দর সামঞ্জস্য বিধান করেছেন। লেখক গ্রন্থ সম্পর্কে সম্যক ধারণা প্রথমেই “কিতাবের ধরণ” শিরোনামে প্রদান করেছেন। এর পরবর্তীতে রয়েছে নবী করীম (সা.)-এর জীবনের গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক ও তাঁর সংশ্লিষ্ট বিষয় নিয়ে রচিত এ নির্বাচিত সীরাতগ্রন্থ। এর প্রথমখÐের বিষয়সূচি নি¤œরূপ: সর্বোত্তম সৃষ্টি, তুব্বা হিময়ারীর ঘটনা, মদীনা শরীফে তুব্বা, হযরত মুহাম্মদ (সা.) এর সাথে মুহব্বত রাখার মধ্যে যে কল্যাণ নিহিত, হযরত ওয়েস করনী (রা.), শারীরিক সম্পর্কের গুরুত্ব, সাওয়াদ বিন আমর আনসারী (রা.), আবু তালিব, আফতাবে রিসালতের নূর থেকে ফয়েয লাভের বর্ণনা, হযরত ইব্রাহীম (আ.)-এর ঘটনা, হযরত ইসমাঈল (আ.)-এর ঘটনা, হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র নসবনামা, অবিসংবাদিত নসবনামা, আব্দুল মুত্তালিব, হাশিম, আবদে মনাফ, কুসাই, মুররাহ, ফিহির, কুরাইশ নামকরণের কারণ, নদর, খুযাইমা, ইলিয়াস, মুদার, আদনান, হাতি বাহিনীর ঘটনা, যমযম খনন, যমযমের সূচনা, আব্দুল মুত্তালিবের যমযম কূপ খনন, যমযমের বৈশিষ্ট, হযরত আমিনার সাথে রাসূল (সা.)-এর পিতার শুভ পরিণয়,অলৌকিক ঘটনাবলী, রাসূলুলাহ (সা.)-এর খতনাসহ জন্মগ্রহণ, দুধ পান, হালিমা সা’দিয়া, শায়মা, বন্দীনী শায়মা, রাসূল (সা.)-এর মুখ নিসৃত প্রথম বাণী, দুধ ছড়ানো, খতমে নবুয়ত, রাসূল (সা.)-এর পিতা-মাতা নাজাতপ্রাপ্ত, মৃত ব্যক্তিকে জীবিত করা প্রসঙ্গে, আমিনা (রা.)-এর ইন্তিকাল, আব্দুল মুত্তালিবের ইন্তিকাল, রাসূল (সা.) হরবুল ফুজ্জারে অংশগ্রহণ, ১ম যুদ্ধের কারণ, ২য় যুদ্ধের কারণ, ৩য় যুদ্ধের কারণ, ৪র্থ যুদ্ধের কারণ, মহানবী (সা.) হিলফুল ফুযুলে অংশগ্রহণ, আব্দুলাহ বিন জাদ’আন, হযরত খাদীজা (রা.)-এর সাথে শাদী মোবারক, কুরাইশ কর্তৃক কাবা শরীফ নির্মাণ, কৃষ্ণাঙ্গদের ভিত্তি, তায়েফের বাগান স্থানান্তর, হাররার ঘটনা, ওহী অবতরণ শুরু, হযরত সালমান ফারসী (রা.)-এর বর্ণনা, আব্বাস বিন মুরাদিসের ঘটনা, হযরত তমীম দারী (রা.)-এর ইসলাম গ্রহণ, হযরত ওয়াইল বিন হজর হাদরামীর ঘটনা, মহনবী (সা.)-এর বৈশিষ্ট্যর মধ্যে চতুস্পদ জন্তুর কথা বলাও একটি, গাছ কর্তৃক কথা বলা, আঁড়িপেতে শোনা হতে জিনদের বিতাড়ন, পূর্ববর্তী আসমানী কিতাবসমূহে মহানবী (সা.)-এর নাম, ওহীর প্রকারভেদ, ওহী অবতরণ শুরু, ওহী অবতরণের পদ্ধতি, নামায ফরয হওয়া, প্রথম যিনি ইসলাম গ্রহণ করেন, যয়েদ বিন হারিসার (রা.)-এর সংক্ষিপ্ত অবস্থা, হযরত আবু বকর সিদ্দীক (রা.)-এর ইসলাম গ্রহণের কারণ, হযরত আব্দুর রহমান বিন আউফ (রা.)-এর ইসলাম গ্রহণ, হযরত তালহা (রা.)-এর ইসলাম গ্রহণের কারণ, হযরত খালিদ বিন সাইদ বিন আস (রা.)-এর ইসলাম গ্রহণ, হযরত সুহাইব (রা.)-এর ইসলাম গ্রহণ, হযরত হুসাইন (রা.)-এর ইসলাম গ্রহণ, হযরত হামযা বিন আব্দুল মুত্তালিব (রা.)-এর ইসলাম গ্রহণ, মহানবী (সা.)-এর দারে আরকম-এ অবস্থান, হযরত আবু বকর (রা.)-এর উপর নির্যাতন, হযরত আব্দুলাহ বিন মাসউদ (রা.)-এর উপর নির্যাতন, রাসূল (সা.)-এর কুরআন তিলাওয়াত নিয়ে কাফিরদের বিদ্রুপ, নওমুসলিমদের উপর নির্যাতন, হাবশায় হিজরত, হযরত উমর ফারুক (রা.)-এর ইসলাম গ্রহণ, কুরাইশদের বিভিন্ন প্রশ্ন, সূরা ‘আদ-দুুহা’ হতে ‘নাস’ পর্যন্ত তাকবীর পড়ার দলীল, বিদ্রুপকারীগণ, আবদে মনাফ গোত্রের সাথে সম্পর্কচ্ছেদ, হাবশায় দ্বিতীয়বার হিজরত, নাজরানের প্রতিনিধি দল, যিমাদ আযদীর ইসলাম গ্রহণ, হযরত খাদীজা (রা.) ও আবু তালিবের ইসলাম গ্রহণ, তায়িফে ইসলামের দাওয়াত, জিনের আলোচনা, মি’রাজের বর্ণনা, মি’রাজের দিন তারিখ নিয়ে মত পার্থক্য, সত্যায়ন ও মিথ্যা প্রতিপন্নকরণ, আলাহকে দেখার মাসআলা, বিভিন্ন আরব গোত্রের কাছে রাসূল (সা.)-এর দাওয়াত পেশ, যেখানেই বসতেন ইসলামের আলোচনা করতেন, দ্বিতীয় আকাবা, মদীনার নকীব (দলপতি) গণ, মদীনায় হিজরত, কুরাইশদের পরমর্শ, সূর গুহা, মদীনায় সফর, মসজিদে নববী নির্মাণ, মুজাহির ও আনসারদের মধ্যে ভাতৃত্ব বন্ধন, যাকাত, আযান, হযরত বিলাল (রা.) এর অবস্থা।
উর্দু ভাষায় তিনখÐে রচিত গ্রন্থটির প্রথমখÐ অনুবাদ ও সম্পাদনা করেছেন লেখকের সুযোগ্য সন্তান হযরত মাওলানা মুহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী। এটি পরওয়ানা পাবলিকেশন্স, ফুলতলী ভবন, ১৯/এ, নয়াপল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। এ গ্রন্থ সর্বমহলে অত্যন্ত সমাদৃত।
-মোহাম্মদ নজমুল হুদা খান