ইয়ামেনের বিখ্যাত সুফী, দাঈ, শায়েখ হাবীব আবু বকর আল আদানি বিন আল মাশহুর ইন্তেকাল করেছেন।
তিনি ১৯৪৬ ইং মোতাবেক ১৩৬৬ হিজরিতে ইয়ামেনের বিখ্যাত শহর হাদ্বরামতে তিনি সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ইসলামী জ্ঞানের ক্ষেত্রে তার বিশেষ পান্ডিত্য হলো ‘ফিকহে তাহাউলাতে ( فقه التحولات ) , যা তার নিজস্ব পরিভাষা । তিনি হাদীসে জিব্রিল এর আলোকে ঈমান, ইসলাম ও ইহসানের সাথে সাথে কিয়ামতের আলামতকে দ্বীনের গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে অভিহিত করেছেন। এর আলোকে তিনি বৃহৎ পরিসরে কাজ করেছেন, যা তাকে বিশ্বজুড়ে খ্যাতি এনে দিয়েছে। এছাড়াও তিনি আইন, সাহিত্য, ইসলামী দর্শন ও ফিকহ বিষয়ে ১৫০টিরও অধিক গ্রন্থ রচনা করেছেন।
তিনি গত ২৮ জুলাই ২০২২ ইং ইন্তেকাল করেন।আহলে সুন্নাত ওয়াল জামাতের বিদগ্ধ এ আলিমের ইন্তেকালে আরব বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে।