সফওয়াতুত তাফাসীরের লেখক আল্লামা মুহাম্মদ আলী আস সাবুনী আর নেই

 
 
সফওয়াতুত তাফাসিরের লেখক আল্লামা মুহাম্মদ আলী আস সাবুনী আর নেই।
তিনি ১৯ মার্চ ২০২১ ইরেজী শুক্রবার তুরস্কের ইয়ালোভা শহরে ৯১ বছর বয়সে ইন্তেকাল করেন। আল্লামা  সাবুনী সিরিয়ার হালাব প্রদেশে ১৯৩০ ইংরেজিতে জন্মগ্রহণ করেন। গত ১৯ মার্চ ২০২১ শুক্রবার বা’দ জুমআ  ইস্তাম্বুল শহরের ঐতিহ্যবাহী মসজিদুল ফাতিহ প্রাঙ্গনে তার জানাজার নামাজ  অনুষ্ঠিত হয়।
তিনি বিশ্ব বিখ্যাত তাফসির সাফওয়াতুত তাফাসিরসহ উলুমুল কুরআন, তাফাসীর, হাদিস সহ বিভিন্ন বিষয়ে বহু গ্রন্থ প্রনয়ন করেছেন । তিনি রাবেতাতুল উলামা  সিরিয়ার সভাপতি ছিলেন।  তার সবচেয়ে প্রসিদ্ধ তাফসির গ্রন্থ সফওয়াতুত তাফাসির প্রায় চল্লিশ বছর পূর্বে প্রকাশিত হয়।
এছাড়াও তিনি মুখতাছারু তাফসীর ইবনি কাসীর এবং মুখতাসারু তাফসীর আত-তাবারী সংকলন করেন। তাঁর মৌলিক গ্রন্থসমূহের মধ্যে আত-তিবয়ান ফী উলূমিল কুরআন এবং রাওয়িউল বায়ান ফী তাফসীরি আয়াতিল আহকাম বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে ।কুরআনের তাফসীর বিষয়ে তাঁর ৫৭০ এর মত ভিডিও প্রোগ্রাম রয়েছে।
তার ইন্তেকালে সারা পৃথিবীর ইলমি অঙ্গনে  শোকের ছায়া নেমে এসেছে। সুত্র: আল জাজিরা 
শেয়ার করুন:
  • জনপ্রিয়
  • সাম্প্রতিক

নির্বাচিত

Don`t copy text!