(1043) প্রশ্ন : রাসূল (সা.)-এর জানাযার নামাযের ইমামতি কে করেছিলেন? জানানেল খুশি হব।

 

উত্তর: হযূর (সা.)-এর জানাযা কারো ইমামতিতে অনুষ্ঠিত হয়নি। আলাদাভাবে সাহাবা-ই-কিরাম তাকবীর, দুরূদ ও সালাম পাঠের মাধ্যমে তা আদায় করেছিলেন।( সিরাতুল মোস্তফা, তৃতীয় খন্ড, পৃ-১৫৪) ফারকানী শরহে মুয়াত্তা, ২য় কন্ড, পৃ-১৬)

জবাব দিচ্ছেন : মাওলানা আবূ নছর মুহাম্মদ কুতুবুজ্জামান -প্রিন্সিপাল, আল ইসলাহ ইসলামিক সেন্টার, মিশিগান, যুক্তরাষ্ট্র।

শেয়ার করুন:
  • জনপ্রিয়
  • সাম্প্রতিক

নির্বাচিত

Don`t copy text!