…পূর্ব প্রকাশিতের পর
৩১. তিনি ﷺ অসুস্থ হলে নিজের উপর মুআওয়িযাত (সূরা ফালাক ও নাস) দ্বারা ফুঁক দিতেন এবং হাত বুলাতেন। [বুখারী]
৩২. তিনি ﷺ গোসল করার সময় মাথায় তিন বার পানি ঢালতেন। [নাসাঈ]
৩৩. তিনি ﷺ কোনো সাহাবীকে কোনো কাজে পাঠালে বলতেন ‘সুসংবাদ দাওÑ ঘৃণা ছড়াবে না, সহজ করোÑ কঠিন করো না।’ [মুসলিম]
৩৪. যখন তিনি ﷺ মানুষের উদ্দেশ্যে খুত্বা দিতেন, তখন তাঁর চোখ লাল হয়ে যেতো, তাঁর কণ্ঠস্বর উঁচু হয়ে যেতো আর তাঁর রাগ প্রকট আকার ধারণ করতো যেনো তিনি কোনো সেনাবাহিনীর সতর্ককারী, তিনি তাদেরকে বলছেনÑশত্রæ সেনাবাহিনী তোমাদের কাছে আসবে সকাল এবং সন্ধ্যায়। [মুসলিম]
৩৫. শৌচাগারে প্রবেশের সময় তিনি ﷺ আংটি খুলে রাখতেন। [তিরমিযী]
৩৬. আনন্দিত হলে তাঁর চেহারা চমকাতো, যেন চাঁদের টুকরো। [বুখারী]
৩৭. তিনি ﷺ ফজরের নামায পড়ে আপন জায়গায় বসে থাকতেন যতক্ষণ না সূর্য ভলোভাবে উদিত হতো। [মুসলিম]
৩৮. তিনি ﷺ হাঁচি দিলে তাঁর হাত বা কাপড় দ্বারা মুখ ঢাকতেন এবং এর দ্বারা [হাঁচির] আওয়ায নিচু করতেন। [তিরমিযী]
৩৯. রাসূল ﷺ এতই সুস্পষ্টভাষী ছিলেন যে, যিনিই তাঁর কথা শুনতেন তা বুঝতে পারতেন। [আবূ দাউদ]
৪০. ঈদের দিন (ঈদুল ফিতর) সকাল বেলায় বেজোড় সংখ্যক খেজুর খাওয়া ছাড়া রাসূল ﷺ গৃহ হতে বের হতেন না। [বুখারী]
… (চলবে)