(1054) প্রশ্নঃ ইশার পর হালকি নফল দুই রাকআত নামায বসে পড়লে সওয়াব বেশী নাকি দাড়িয়ে পড়লে?

উত্তর: ইশার পর হালকি নফল দু’রাকআত নামায বসে আদায় করাতে অধিক সওয়াব পাওয়া যায়। যেহেতু এর মধ্যে সুন্নাতের পূর্ণ অনুসরণ রয়েছে।

হযরত আয়েশা রাদ্বি. থেকে বর্ণিত-
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْها أن النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كان يُصَلِّي رَكْعَتَيْنِ بعْدَ الْوِتْرْ وَهُوَ جَالِسٌ 
তিনি বলেন, রাসূলুল্লাহ সাঃ বিতিরের পর বসে বসে দুই রা’কাত নামায পড়েছেন।(সহীহ মুসলিম-৭৩৮)

শেয়ার করুন:
  • জনপ্রিয়
  • সাম্প্রতিক

নির্বাচিত

Don`t copy text!