আজারবাইজান সেনাবাহিনী আর্মেনিয়ার দখল থেকে খোজাভান্দ জেলার আরো তিনটি এলাকা মুক্ত করেছে বলে শুক্রবার জানিয়েছেন রাষ্ট্রপতি ইলহাম আলিয়েভ।
ইলহাম আলিয়েভ টুইটারে বলেছেন, “আজারবাইজানের গৌরবময় সেনাবাহিনী খোজাভান্দ জেলার খিরমানজিগ, আগবুলাগ এবং আখুল্লু গ্রামকে মুক্ত করেছে।
আজারবাইজানের সেনাবাহিনী দীর্ঘজীবী হোক! কারাবাখ আজারবাইজানের!”
এর আগে বৃহস্পতিবার আজারবাইজানের সেনাবাহিনী ফুজুলি জেলার আরিশ গ্রাম, জব্রাইল জেলার দোশুলু গ্রাম এছাড়াও খোজাভান্দ জেলার এদিশে, দুদুকটি, এদিলে, চিরাগুচ গ্রামগুলো আর্মেনিয়ান দখল থেকে মুক্ত করে।
আর্মেনিয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতে আজারবাইজানের অন্তত ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আজ শনিবার আজারবাইজানের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় এই তথ্য জানিয়েছে। গ্যাঞ্জা শহরে আহত হয়েছেন আরো অন্তত ৪০ জন।
আজারবাইজান জানিয়েছে, আজ দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর গ্যাঞ্জাতে আর্মেনিয়ার সেনাবাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্র একটি অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত হেনেছে।
আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের এক সহকারী হিকমত হাজিয়েভ টুইটারে জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুসারে ২০টির বেশ বাড়ি ধ্বংস হয়েছে।