সঠিক আকীদা-বিশ্বাস ও ইসলামী জীবানাদর্শ তুলে ধরার প্রত্যয়ে ‘তাসনীম বিডি ডট অর্গ’ এর পথচলা শুরু

 

সঠিক আকীদা-বিশ্বাস ও ইসলামী জীবানাদর্শ তুলে ধরার প্রত্যয়ে ব্যতিক্রমী ওয়েবসাইট ‘তাসনীম বিডি ডট অর্গ’ (https://tasneembd.org/) এর পথচলা শুরু হয়েছে। গতকাল ৮ অক্টোবর, বৃহস্পতিবার রাতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ওয়েবসাইটটি উদ্বোধন করেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র মুহতারাম সভাপতি হযরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সহকারী অধ্যাপক, সুপ্রিমকোর্ট মাজার মসজিদের খতীব মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী, সৎপুর দারুল হাদীস কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ছালিক আহমদ, সিলেট সরকারি আলিয়া মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আবদুল মুছাব্বির, ফেঞ্চুগঞ্জ মুহাম্মদিয়া আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন আতহার, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান, হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আবু ছালেহ মো. কুতবুল আলম, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা নজমুল হুদা খান, লতিফিয়া হিফযুল কুরআন মাদরাসা সিলেট এর পরিচালক মাওলানা নজীর আহমদ হেলাল, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী, কেন্দ্রীয় সহ সভাপতি মুহাম্মদ মুহিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোজতবা হাসান চৌধুরী নোমান, প্রশিক্ষণ সম্পাদক সুলতান আহমদ, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাহবুবর রহমান ফরহাদ প্রমুখ।

অনুষ্ঠানে ‘তাসনীম বিডি ডট অর্গ’ সম্পর্কে বলা হয়, মানবজীবনে প্রয়োজনীয় ইসলামের মৌলিক বিষয়াদি নিয়ে লেখা-লেখি, বইপত্র ইত্যাদি এখানে তুলা ধরা হবে, যাতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বাংলা ভাষাভাষী একজন পাঠক ইসলাম সম্পর্কে তার চাহিদা বা জিজ্ঞাসার জবাব পেতে পারেন। এ ওয়েবসাইটটির লক্ষ্য ও উদ্দেশ্য হলো-
* আল্লাহ প্রদত্ত ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত, আহলুল সুন্নাত ওয়াল জামাআতের আকীদা-বিশ্বাস মানুষের সামনে তুলে ধরা।
* কুরআন-হাদীস, আকাঈদ , মাযহাব-তাকলীদ, তাসাউওফ ইত্যাদি বিষয়ে প্রবন্ধ, ব্যখ্যা-বিশ্লেষণ, বই-পত্র, অডিও-ভিডিও ইত্যাদি প্রচার করা।
* জীবন ঘনিষ্ঠ ও সমকালীন বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর প্রদান করা।
* আম্বিয়া (আ.), সাহাবা (রা.) ও আউলিয়ায়ে কেরামের জীবন ও আদর্শ তুলে ধরা ।
* মনীষীদের জীবনী ও সাক্ষাৎকার এবং সাহিত্য সংস্কৃতি বিষয়ক প্রবন্ধ-নিবন্ধ প্রকাশ করা।
* প্রয়োজনীয় সফটওয়্যার ও অ্যাপস পরিবেশন।

অনুষ্ঠানে আরো জানানো হয় যে, এটি সংবাদধর্মী কোনো ওয়েবসাইট নয়। তবে মুসলিম বিশ্বের পরিস্থিতি ও নির্বাচিত খবরা-খবর এটি পরিবেশন করবে। এর প্রচার ও প্রসারে সকলের সহযোগিতা ও পরামর্শ কামনা করা হয়।

শেয়ার করুন:
  • জনপ্রিয়
  • সাম্প্রতিক

নির্বাচিত

Don`t copy text!