প্রশ্ন : (1012) কাশফ কাহাকে বলে? আউলিয়ায়ে কিরাম নাকি কাশফের মাধ্যমে অনেক গোপনীয় বিষয় জানতে পারেন এটা কতটুকু সঠিক? বিস্তারিত জানতে চাই।

উত্তর: মহান আল্লাহ তাআলার খালিছ বন্দেগীর মাধ্যমে যারা আল্লাহর নৈকট্য লাভে সমর্থ হল আল্লাহ তায়ালার পক্ষ থেকে তাদেরকে অনেক গোপনীয় বিষয়াবলী বিভিন্নভাবে অবহিত করা হয়। ইলমে তাছাউফের পরিভাষায় একে ‘কাশফ’ বলা হয়। আউলিয়ায়ে কিরামকে কাশফের মাধ্যমে অদৃশ্য জগতের বিষয়বস্তু অবহিতকরণ তাদের কারামতেরই অন্তভর্‚ক্ত। কেননা তারা ইহা ঈমানের দৃঢ়তার কারণে ও আল্লাহর একনিষ্ট বন্দেগীর মাধ্যমে অলৌকিক ক্ষমতা হিসেবে পেয়ে থাকেন। কুরআন-হাদীসের দলীল প্রমাণের মাধ্যমে এ কাশফ সত্য বলে প্রমাণিত। তাই আকাঈদের বিশেষজ্ঞ ইমামগণ এ ব্যাপারে সর্বসম্মত অভিমত ব্যক্ত করে বলেছেন- ‘আউলিয়ায় কিরামের কারামত সত্য’। সাহাবায়ে কিরাম তাবেয়ীন, তাবে তাবেয়ীন থেকে বর্ণিত বহু কালামের সত্যতা সম্বলিত ঘটনা থেকে ইমামগণ একে সত্য বলে প্রমাণ করেছেন।
(নিবরাহ, আওয়ারিফুল মায়ারিফ)

জবাব দিচ্ছেন : মাওলানা আবূ নছর মুহাম্মদ কুতুবুজ্জামান -প্রিন্সিপাল, আল ইসলাহ ইসলামিক সেন্টার, মিশিগান, যুক্তরাষ্ট্র।

শেয়ার করুন:
  • জনপ্রিয়
  • সাম্প্রতিক

নির্বাচিত

Don`t copy text!