(1035) প্রশ্ন: জামাআতে নামায আদায়কালে মুয়ায্যিনের দাড়ানোর স্থান ইমামের পিছনে না অন্য স্থানে জানতে চাই।

উত্তর: জামআতে নামায আদায়কালে মুয়াযযিন ইমামের নিকটবর্তী যে কোন স্থানে দাড়াতে পারবেন। তবে ইমামের সোজা পিছনে এমন ব্যক্তি দাড়ানো উচিত যিনি নামাযের মাসআলা সম্পর্কে ওয়াকিফহাল ও প্রয়োজনে ইমামের স্থলাভিষিক্ত হতে পারেন (ফিকহের সকল কিতাব দ্রষ্টব্য)।

জবাব দিচ্ছেন : মাওলানা আবূ নছর মুহাম্মদ কুতুবুজ্জামান -মুহাদ্দিস, ফুলতলী আলিয়া মাদরাসা।

শেয়ার করুন:
  • জনপ্রিয়
  • সাম্প্রতিক

নির্বাচিত

Don`t copy text!