(1038) প্রশ্ন: হাকিমে হাদীস বলতে কি বুঝায়? পৃথিবীতে কতজন হাকিমে হাদীস ছিলেন এবং তাদের নাম কী? জানতে চাই।

উত্তর : হাকিমে হাদীস বলতে সর্বোচ্চ পর্যায়ের এমন হাদীস বিশারদ ব্যক্তিকে বুঝায় যার অভিজ্ঞতা সকল হাদীসের উপর বিস্তৃত। প্রায় সকল হাদীসের ভাষা সনদ ও রাবীগণের অবস্থা সম্পর্কে যিনি অবগত। হাতেগনা নিতান্ত স্বল্প সংখ্যক হাদীস ছাড়া পৃথিবীতে এমন পর্যায়ের ব্যক্তির সংখ্যা বিরল। মুহাদ্দিসীনে কিরাম এ পর্যায়ের দু’জন ব্যক্তির নাম উল্লেখ করতঃ উদাহরণ হিসেবে পেশ করে থাকেন। যথা- ১ ইমাম আহমদ ইবনে হাম্বল (র.)। ২. হাকিম আবূ আব্দিল্লাহ নিশাপুরী (র.) (হাদীসী উসূল, তায়সীরু মুসতালাহিল হাদীস)।

জবাব দিচ্ছেন : মাওলানা আবূ নছর মুহাম্মদ কুতুবুজ্জামান -প্রিন্সিপাল, আল ইসলাহ ইসলামিক সেন্টার, মিশিগান, যুক্তরাষ্ট্র।

শেয়ার করুন:
  • জনপ্রিয়
  • সাম্প্রতিক

নির্বাচিত

Don`t copy text!